মায়ানমারে থেমে নেই রোহিঙ্গা নিধন

জুয়েল খন্দকার : বিশ্বনেতাদের চাপের মুখেও থেমে নেই রোহিঙ্গা নিধন। প্রতিদিনই মৃত্যুর কোলে ঢলে পরছে অসহায় নির্যাতিত রোহিঙ্গা। বনে-জঙ্গলে অনাহারে-অর্ধাহারে আত্মগোপনে আছে হাজারো রোহিঙ্গা। সর্বস্ব হারিয়ে প্রাণ বাঁচাতে দলে দলে ছুটে আসছে বাংলাদেশে। মায়ানমার সীমান্ত এলাকা থেকে এমন খবর আসছে প্রতিদিন।

জুয়েল খন্দকার সরেজমিনে ঘুরে খোঁজ-খবর নিয়ে জানিয়েছেন, প্রতিদিনই হত্যা করা হচ্ছে মায়ানমারের রোহিঙ্গাদের। রোহিঙ্গা এক রিকশা চালককে কৌশলে হত্যা করেছে মায়ানমারের উগ্র-বৌদ্ধরা।

প্রতি দিন নির্মম হত্যা ও অত্যাচারের শিকার হচ্ছে হিন্দু ও বৌদ্ধদের হাতে মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরা।

১৯ নভেম্বর মায়ানমারের মংডা থানা মংনরোয়া গ্রামের এক রোহিঙ্গা রিকশা চালককে ১০-১৫ জন দুর্বৃত্ত মিলে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে।

একই দিনে মায়ানমারের পাওদাও থানার বৌদ্ধ সন্ত্রাশীরা রিফিউজি ক্যাম্পে ঢুকে সেখান থেকে চার জন রোহিঙ্গা মুসলিমকে বের করে তাদেরকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে।

আবার মায়ানমারের মংডা থানাতে ২১ নভেম্বরে আর্মিরা ৩৩ জন রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে। ওইসব আটকদের উপর অমানুষিক নির্যাতন চালানোর খবর পাওয়া যাচ্ছে।

রোহিঙ্গারা চায় তাদের ন্যায্য অধিকার। তাদের দেশে তারা একটু ভালভাবে বাঁচতে চায়। শত অত্যাচারের মাঝেও একটু শান্তির আশায় বাঁচতে চায় নিজ ভূমে। মৌলিক অধিকার চায় নির্যাতিত রোহিঙ্গারা।