হাটহাজারীতে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে আর্থিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, সরকারের কর ফাঁকি, ট্রেড লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনে হাটহাজারী কাচারী সড়ক এবং বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আল ফয়েজ রেস্টুরেন্ট, বেঙ্গল হোটেল, আলভী স্টোর, মদিনা ফল বিতান, বনফুল, মনি স্টোর, মায়েশা ডিপার্টমেন্টাল স্টোর, কিং হোটেল এন্ড বিরানি হাউস, মা বাবা স্টোর, জাহানারা হোটেল এন্ড বিরানি হাউস এবং মধুবনকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ, পৌর প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন, পেশকার শফিউল আলম, মনোয়ার হোসেন এবং থানার পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন