বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি
চট্টগ্রামে সাংবাদিকদের আনন্দ র‌্যালি

বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে সাংবাদিকদের আনন্দ র‌্যালি। ছবি : এমএ হান্নান কাজল

চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় চট্টগ্রামে আনন্দ র‌্যালি বের করেছে সাংবাদিকরা।

শনিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই কর্মসূচি পালন করেছে।

র‌্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজে ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষ।  সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী ও আসিফ সিরাজ এবং সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ।

সিইউজের অর্থ সম্পাদক উজ্জল কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, সাংবাদিক অনিন্দ্য টিটো, রাজেশ চক্রবর্তী, এস এম ইফতেখারুল ইসলাম, সোহেল সরওয়ার ও প্রীতম দাশ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে।  ৪৬ বছর আগে ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতাকামী সাত কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

সাংবাদিক নেতারা বলেন, ৭ মার্চের ভাষণই ছিল আমাদের মুক্তিযুদ্ধ শুরুর প্রকৃত ডাক।  বঙ্গবন্ধু সেই ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন যুদ্ধ ছাড়া বাঙালির মুক্তি হবে না।  সেই ঐতিহাসিক ভাষণ এখন শুধু বাংলাদেশ এবং বাঙালির সম্পদ নয়।  বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এখন সারা বিশ্বের সম্পদ।

র‌্যালির পর নগরীর প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।  বাদ্য বাজিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে চট্টগ্রামের সংবাদকর্মীরা এতে মিলিত হন।  র‌্যালি নগরীর জামালখান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

শেয়ার করুন