৭ মার্চের ভাষণ বাঙালীর ঐতিহ্য, সংস্কৃতি ফুটিয়ে তুলেছে

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আনোয়ারায় বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এই আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহনের জন্য সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা মিছিলে মিছিলে সমবেত হয়। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হতে পৃথকভাবে বের হওয়া শোভাযাত্রা এখানে এসে মিলিত হলে উপজেলা চত্বর জনসমুদ্রে পরিণত হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, প্রধান আলোচক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ পৃথিবীর ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। ঐতিহাসিক এ ভাষণের মাধ্যমে বাঙালী জাতির ঐতিহ্য, সংস্কৃতি সারা বিশ্বের কাছে ফুটে উঠেছে।