রেহেনা মোস্তফা, লামা প্রতিনিধি : লামায় বন্য শূকরের আক্রমনে এক কৃষক গুরুতর আহত হয়েছে। আহত কৃষকের নাম বরেন্দ্র ত্রিপুরা (৩৮)।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি লেবুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
বরেন্দ্র ত্রিপুরা একই ইউনিয়নের টিয়ার ঝিরি পাড়ার বাসিন্দা শিগুয়ান ত্রিপুরার ছেলে। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, রবিবার দুপুরে বাড়ির পাশে লেবুঝিরি এলাকায় নিজের জমিতে চাষ করতে যান কৃষক বরেন্দ্র ত্রিপুরা। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় পাহাড় থেকে একটি বন্য শূকর নেমে অতর্কিত ভাবে তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, বন্য শূকরের কামড়ে বরেন্দ্র ত্রিপুরার ডান হাতটি প্রায় ছিড়েঁ গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত