গাজীপুরে তাজমহল ফুড প্রোডাক্টস বেকারিতে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় মহানগরীর কলের বাজার এলাকার ওই কারখানায় অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ আদালতের নেতৃত্ব দেন।
এ সময় আদালত দেখতে পান, আলকাতরা সদৃশ পোড়া তেল ও কাপড়ের রং দিয়ে চানাচুর, বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি খাদ্যপণ্য ভাজা হচ্ছে। এ ছাড়া বেকারিটির পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। তাদের বিএসটিআইয়ের অনুমোদনও নেই।
পরে আদালত কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও জব্দ মালামাল ধ্বংস করেন।
অভিযান চলাকালে বিএসটিআই কর্মকর্তা এবং ব্যাটালিয়ন আনসার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত