মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু এবং বঙ্গতাজ হত্যা একই সূত্রে গাঁথা। খুনিরা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু ইতিহাস কখনো মুছা যায় না।
তিনি আরো বলেন, তাজউদ্দীন আহমদ আবেগ দিয়ে কোন কাজ করতেন না। তিনি ছিলেন দূরদর্শী নেতা। তাই নয় মাসে এ দেশ স্বাধীন হয়েছিল। আগামী নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া আসনে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমির বাইরে চিন্তা করা ভুল হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
রবিবার (২৬ নভেম্বর) বিকাল তিনটায় গাজীপুরের কাপাসিয়ায় প্রয়াত নেতা খালেদ খুররমের বাসার সামনে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতার স্মরণে ২২দিন ব্যাপি কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ সিমিন হোসেন রিমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সিমিন হোসেন রিমি বলেন, জাতীয় চার নেতাকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা জানাজা পড়তে নিষেধ করেছিল। জনতার চাপে জানাজা হয়েছে। এমনকি দোয়া ও মিলাদ পড়তেও নিষেধ করেছিল।
বঙ্গতাজ কন্যা অশ্রুসিক্ত হয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বঙ্গতাজ তাজউদ্দীনসহ জাতীয় চারনেতার রক্তভেজা কাপড় ও তাঁদের গায়ে থাকা নির্মম আঘাতের চিহ্ন নিজ চোখে দেখা ভয়ংকর ঘটনার বর্ণনা দেন। এসময় সকল দর্শক-শ্রোতা নিরব নিঃস্তব্ধ হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা মাওলানা বিল্লাল হোসেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত