ফটিকছড়িতে সম্প্রযুগের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ১ ডিসেম্বর

প্রতীকী ছবি

চট্টগ্রাম : ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে আয়োজিত এবং প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক লায়ন এস এম শামসুদ্দিন এর সহযোগিতায় সম্প্রযুগ প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ইং ১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা হতে ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপুর কমল কৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠিত হবে।

এতে ফটিকছড়ি প্রাথমিক শিক্ষার আওতায় পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। মেধা বৃত্তি পরীক্ষায় প্রধান পরিদর্শক থাকবেন নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব ফখরুল আনোয়ার।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দদেরকে আজাদী বাজারস্থ সম্প্রযুগ কার্য্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন আহমেদ সুজন ও শিক্ষা সম্পাদক মোঃ বাবর উদ্দীন। বিস্তারিত তথ্য জানা যাবে ০১৮১৬০৮৭৩১৪, ০১৮১৩৯৯৯৫৫১-এ সকল নাম্বারে।

শেয়ার করুন