শ্রীপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

ঋণের কিস্তির টাকা দিতে না পেরে মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গাজীপুরের শ্রীপুরে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মাঈন উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বেসরকারি ঋণ বিতরণ সংস্থা ঠেংগামারা সবুজ সংঘের (টিএমএসএস) সদস্য।

নিহতের ছেলে নাঈম হাসানের অভিযোগ, তার মা ফাতেমা বেগমের নামে গত আগস্টে ঠেংগামারা সবুজ সংঘের (টিএমএসএস) শ্রীপুর শাখা থেকে মাসিক ৫ হাজার টাকা কিস্তিতে ৫০ হাজার টাকা ঋণ নেন।

পরে ওই ঋণ বিতরণ সংস্থার নিয়ম মোতাবেক মজিবুর রহমান যথাসময়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের কিস্তির টাকা পরিশোধ করেন।

ব্যবসা মন্দা থাকায় নভেম্বর মাসের কিস্তির টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেননি।

বুধবার বিকালে ঠেংগামারা সবুজ সংঘের শ্রীপুর শাখার মাঠকর্মী (ঋণ আদায়কারী) সুনীল চন্দ্র বর্মণ তাদের বাড়িতে গিয়ে কিস্তির জন্য চাপ দেন।

ওইদিন মজিবুর ঋণ দিতে না পারলে বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে ঋণের কিস্তির টাকা না দিলে পুলিশে দেয়ার হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ওই মাঠকর্মী।

পরে বৃহস্পতিবার সকালে সবার অগোচরে মজিবুর নিজঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঠেংগামারা সবুজ সংঘের (টিএমএসএস) শ্রীপুর শাখার ম্যানেজার খন্দকার ইমদাদুল হক জানান, ঋণের টাকার জন্য তার মাঠকর্মী কোনো সদস্যকে চাপ দেয়া, হুমকি বা অশ্লীল ভাষায় গালিগালাজ করেননি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে জানান এসআই।