চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মশিউরের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত মো. মামুনকে (২৬) দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
শুক্রবার (০১ ডিসেম্বর) ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় এলজি, তিনটি কার্তুজসহ তাদের গ্রেফতার করা হয়।
ডবলমুরিং থানার এসআই মো. কায়সার হামিদ জানান, উত্তর আগ্রাবাদের দাইয়াপাড়া মনসুর আহম্মদের বাড়ির কসাই সাঈদ আহমদের টিনের ছাউনির ঘরে কিছু ডাকাত প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তিনজনকে আটক করতে সক্ষম হই। দুজন পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে মামুনের স্বীকারোক্তি এবং মো. ফরহাদ হোসেনের (২১) দেখানো মতে টিপু সুলতানের (২০) বসতঘরের খাটের নিচ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করি।
গ্রেফতার তিন আসামি, পলাতক মো. জহির (২৫) ও মো. বাবুকে (২৭) আসামি করে ডবলমুরিং থানায় মামলা হয়েছে।
এসআই কায়সার হামিদ জানান, মামুন জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার শীর্ষ সন্ত্রাসী মশিউরের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। মশিউরের অস্ত্রশস্ত্র তার কাছে রয়েছে বলে পুলিশের ধারণা। পলাতক আসামিদের গ্রেফতার ও অস্ত্রশস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত