লাখো মানুষের ঢল বন্দর নগরীতে
জশনে জুলুস থেকে সুমন চৌধুরী : ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। সবচে বড় ঈদ মানে ঈদ-এ মিলাদুন্নবী। এ আনন্দকে ভাগাভাগি করে ঈদ-উৎসবে ভাসছে দেশের দ্বিতীয় রাজধানী বন্দর নগরী চট্টগ্রামের লাখ লাখ নবী প্রেমিক।
শনিবার (২ ডিসেম্বর) জুলুসের বর্ণাঢ্য ব্যালী নবী প্রেমিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। নবীন প্রবীণ থেকে শুরু করে শিশুদের অংশগ্রহণও দেখা গেছে এ উৎসবে। উৎসব আমেজে ভাসছে নগরীর চারদিক। জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় তিল ধারণের জায়গায় নেই। মাইকের গজল আর জুলুসের স্লোগানে চার দিক কলরবে পরিণত হয়েছে।
সকলের কন্ঠে একই সুর একই ধ্বনি ভেসে আসছে। এ ছাড়া জুলুসের বর্ণাঢ্য ব্যালিতে অংশ নিতে ব্যস্ততম সড়কগুলো নবী প্রেমিকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। ব্যানার, ফেস্টুন, মাথায় ফ্ল্যাগ জুলুসের নিশান জানান দিচ্ছে আওলাদে রাসুলের গাড়ির বহর বেশি দূরে নয়। এক নজর আওলাদে রাসুলের দর্শন পেতে সড়কের দুপাশে লাখো প্রেমিকদের অবস্থান দেখা গেছে।
জানা গেছে, প্রতিবারের মতো এবারো আঞ্জুমানের সিকিউরিটি ফোর্স, সেচ্ছাসেবক দল ও অন্যান্য বাহিনীর কড়া নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে জুলুসের র্যালী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হুজুর কেবলার গাড়ি বহর সিরাজউদৌলা রোডে হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে অতিক্রম করছে।
আঞ্জুমানের ঘোষণা অনুযায়ী জুলুসের বর্ণাঢ্য র্যালিটি সর্বশেষ জামেয়া আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হয়। বাদ জোহরের ইমামতি হুজুর কেবলা নিজে করবেন এবং নামাজ শেষে ছিলছিলার কার্যক্রম পরিচালনা করবেন আওলাদে রাসুল।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত