চট্টগ্রাম : আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, মুর্শিদে বরহক্ব, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, হযরতুলহাজ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাঃজিঃআঃ)’র সভাপতিত্বে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট পরিচালনাধীন মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়ায় আজ বৃহষ্পতিবার (৭ ডিসেম্বর) নামাজে আছর হতে এশা পর্যন্ত সালানা জলসা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান মেহমান আওলাদে রাসূল, হযরতুলহাজ¦ শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাঃজিঃআঃ) ও বিশেষ মেহমান আওলাদে রাসূল, শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ্ (মাঃজিঃআঃ), আনজুমান ট্রাষ্ট’র কেবিনেট নেতৃবৃন্দ-সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র বিভিন্ন স্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দ অংশগ্রহণ করবেন।
এছাড়াও শুক্রবার (৮ ডিসেম্বর) আওলাদে রাসূল, হযরতুলহাজ্ব শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মাঃজিঃআঃ) এর খেতাবতে নামাজে জুমা চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে অনুষ্ঠিত হবে।
হুজুর কেবলায়ে আলম, বিশেষ মেহমান আওলাদে রাসূল, শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ্ (মাঃজিঃআঃ), আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট’র কেবিনেট নেতৃবৃন্দ-সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র বিভিন্ন স্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দ নামাজে জুমা আদায় করবেন।
নামাজশেষে হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লাহুল আলী সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া ত্বরিকার কার্যক্রম পরিচালনা করবেন। হুজুর কেবলায়ে আলম’র ইমামতিতে নামাজে ফজর, আছর, মাগরিব ও এশা আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত