ইসরাইলি-ফিলিস্তিনি সংঘর্ষে আহত ২০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিতভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেয়ার পরে অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে কমপক্ষে ২০০ জন আহত হয়েছে।

ইসরাইল-গাজা সীমান্তে একজন ফিলিস্তিনির মৃত্যু হলে সেখানে সংঘর্ষ শুরু হয়। ট্রাম্প জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পরে সেখানে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্পের এই স্বীকৃতির পরে ইসরাইল এতে সাধুবাদ জানালেও ইসলামিক বিশ্ব ও ইউরোপীয় শক্তিগুলো এর সমালোচনা করেছে।

ইসরাইল সবসময় জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে আসছে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে গণ্য করে। ১৯৪৮ সালে সৃষ্টির পরে মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যারা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, তেল আভিভ থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নিতে দুই বছর লাগতে পারে। বিবিসি।

শেয়ার করুন