রেহেনা মোস্তফা, লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বালু ভর্তি একটি পিকআপের ধাক্কায় মোমেনা বেগম (৯০) নামের এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে লামা-আলীকদম সড়কের হরিণঝিরি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মোমেনা বেগম হরিণঝিরি গ্রামের বাসিন্দা মৃত আবদুল আজিজের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি পিকআপ গাড়ি বালু বোঝাই করে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলীকদম যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের হরিণঝিরি এলাকা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোমেনাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়র দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মোমেনাকে মৃত ঘোষনা করেন।
বালু ভর্তি পিক-আপের ধাক্কায় মোমেনা বেগম নিহত হওয়ার সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত