নিউইয়র্কের বাস টার্মিনালে বিস্ফোরণের পরে গ্রেফতার হওয়া সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি অভিবাসী। ২৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম আকায়েদ উল্লাহ বলে জানিয়েছে এনওয়াইপিডি কমিশনার জেমস ও নিল।
সিবিএস নিউজ পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, আকায়েদ উল্লাহ ৭ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে। সে ব্রুকলিনের বাসিন্দা। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সকাল সাতটা ৩০ মিনিটে ব্যস্ত সময়ে সাবওয়েতে আকায়েদ বিস্ফোরক বেধে বিস্ফোরণ ঘটায়। এতে চারজন আহত হন।
কমিশনার জেমস ও নিল বলেন, সে জবানবন্দি দিয়েছে তবে আমরা এই বিষয়ে এখন কোনো কথা বলবো না। এদিকে কর্তৃপক্ষ এখনো অনিশ্চিত সন্দেহভাজন হামলাকারীর লক্ষ্য কী ওই বাস টার্মিনাল ছিল না অন্য কোনো লক্ষ্যে আঘাত হানার চিন্তা ছিল। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেন, আপাতত মনে হচ্ছে সন্দেহভাজন একাই এই ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত আমরা যা জানি তা হচ্ছে একজন ব্যক্তি এর পেছনে এবং ঈশ্বরকে ধন্যবাদ সে তার লক্ষ্যে ব্যর্থ হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত