গুরুতর অসুস্থ রমা চৌধুরী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম : বিশিষ্ট লেখিকা মুক্তিযোদ্ধা রমা চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি নগরীর খুলশীর ডায়াবেটিক হাসপাতালে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ভর্তি হয়েছেন।

তার ঘনিষ্ঠ সূত্র জানায়, ৭৮ বছর বয়সী রমা চৌধুরী বিভিন্ন ধরণের জটিল রোগে ভুগছেন। এসব রোগের মধ্যে রয়েছে- পিত্তথলীতে পাথর, ডায়াবেটিস, অ্যাজমা, পেটে ক্ষত, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ। বয়সের কারণে পিত্তথলীর পাথর অপসারণ করা যাচ্ছে না বলে তিনি এ থেকে ব্যাথায় ভুগছেন।

স্বজনরা জানান, তিনি স্বাভাবিক খাবারও গ্রহণ করতে পারছেন না। আগেও তাকে দুই দফা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর চিকিত্সায় আর্থিক সহায়তার প্রয়োজন বলেও সূত্রটি জানায়।

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী রমা চৌধুরী একজন স্বাধীনচেতা মহিলা হিসেবে কখনো কারো কাজ থেকে সাহায্য গ্রহণ করেননি। তিনি এক সময় বই ফেরি করে জীবিকা নির্বাহ করেছেন। অন্তরে পুষে রেখেছেন মুক্তিযুদ্ধে দুই সন্তান হারানোর বেদনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণভবনে ডেকে নিয়েছিলেন এবং কথাও বলেছিলেন।

শেয়ার করুন