চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বায়েজিদ থানা পুলিশ চারটি চোরাই মোটরসাইকেলসহ চার জনকে গ্রেফতার করেছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মোরশেধ (২০), আরিফ হোসেন (২২) মো. আরমান (২৩) ও সাহেদ হোসেন প্রকাশ সৌরভ (২২)। তারা চারজন চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মো. মঈন উদ্দিন বলেন, ‘সকালে অক্সিজেন কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া মোড়ে অভিযান চালিয়ে একটি চোরাই এফজেড মোটরসাইকেলসহ মোরশেদকে পুলিশ গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে সৌরভ, চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে আরিফ ও রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে আরমানকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি পালসারসহ তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, মোরশেদ ও আরমান সীমান্ত এলাকা থেকে টানা গাড়ি এনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। অপর দুই জন চোরাই মোটরসাইকেল বিক্রিতে তাদের সহযোগিতা করে।’
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত