[caption id="attachment_16334" align="aligncenter" width="725"]
চট্টগ্রামে বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ[/caption]
চট্টগ্রাম: নানা আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের চট্টগ্রামবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে। চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বুধবার (১৩ডিসেম্বর) রাতে সম্মিলিতভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। এসময় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজের সদস্য আসিফ সিরাজ, সাংবাদিক মোস্তাক আহমেদ ও নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, প্রচার, প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী ও সদস্য রাশেদ মাহমুদ এবং সিইউজের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য ও সবুর শুভ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব ভবনের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে উদীচী।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত