গাজীপুরে সিনিয়র এএসপি পরিচয়ে প্রতারণা করার অভিযোগে মাহবুব আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে তাকে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকা থেকে অাটক করা হয়। আটক মাহবুব আলম ঝালকাঠি সদরের রমজানকাঠি গ্রামের আ. হামিদ হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকার একটি গার্মেন্টের কর্মচারী।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, একটি জিডির ব্যাপারে মাহবুর নিজেকে শেরপুর সার্কেলের সিনিয়র এএসপি পরিচয় দিয়ে নিজ মোবাইল থেকে তাকে (ওসি) ফোন করে অন্যায় তদবির করেন। তার পরিচয় সন্দেহ হলে সরকারি নাম্বার থেকে ফোন করতে বলা হয় এবং বিষয়টি গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে জানান। তিনি আরো জানান, পরে প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার প্রমাণ পেয়ে পুলিশ সুপারের নির্দেশে তাকে আটক করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত