[caption id="attachment_16891" align="aligncenter" width="352"]
ফাইল ছবি[/caption]
আসলাম পারভেজ, চট্টগ্রাম : ভ্রমণ পিপাসুদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ২০১১ সালের তৎকালীন সিটি সদ্য প্রয়াত মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী ঐকান্তিক প্রচেষ্টায় ১নং দক্ষিণ পাহাড়তলী ওর্য়াডের পশ্চিমে ১৫ একর পাহাড়ি এলাকায় গড়ে তোলে ঠান্ডাছড়ি নামে একটি পিকনিক স্পট।
বিগত কয়েক বছর ধরে ওই পিকনিক স্পটটিতে ভ্রমণ পিপাসু পর্যটকরা ওই স্পটটির প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারলেও বর্তমানে এটি অযত্ন অবহেলায় পড়ে আছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কোন তদারকি না থাকায় পিকনিক স্পটটি এখন প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
[caption id="attachment_16892" align="aligncenter" width="305"] ফাইল ছবি[/caption]
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই স্পটটি এখন বখাটে-উশৃংঙ্খল যুবকদের রমরমা মদ-গাজার আসরে পরিণত হয়েছে। সন্ধ্যা নামলে ওই এলাকাটিতে নেশাগ্রস্থদের মতলামিতে সাধারণ জনগণ চলাচল করতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই পিকনিক স্পটটিতে ঢাক ঢোল আর বাদ্য বাজনা বাজিয়ে চারিদিকে ঘেরা উঁচু নিচু পাহাড় মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করত।
২০১১ সালের ২৪ এপ্রিল উপজেলার এই ঠান্ডাছড়ির পিকনিক স্পট করা হলেও পর্যটকদের দেখার মতো দৃষ্টি নন্দন আরো অনেক কিছু থাকার কথা থাকলেও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করে গড়ে তুলতে পারলে প্রতি বছর শীত ও পিকনিক মৌসুমে পর্যটকদের ভ্রমনান্দের পাশাপাশি সরকারের রাজস্ব খাত লাভবান হতো। সরকারের কিছু অর্থ এই পর্যটন খাতে ব্যয় করা হলে পরিবর্তী বিপুল অংকের রাজস্ব সরকারে খোষাগারে যাবে বলে মনে করেন পর্যবেক্ষক মহল।
[caption id="attachment_16894" align="aligncenter" width="305"] ফাইল ছবি[/caption]
বন্দরনগরী চট্টগ্রাম অক্সিজেন মোড় হতে দক্ষিণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সড়ক দিয়ে ১০/১২ কিলোমিটার চৌধুরী হাট এসে ফতেয়াবাদ কলেজ রোড দিয়ে সোজা পশ্চিমে সিএনজি/ প্রাইভেট কার যোগে ঠান্ডাছাড়ি রিসোর্ট পিকনিক স্পট বা পর্যটন কেন্দ্রে যাওয়া সহজ। হাটহাজারী উপজেলাতে গড়ে উঠা এই পর্যটন এলাকাকে আরো উন্নত ও সুন্দর স্পট গড়ে তুলতে পারলে সেখানে দেশের বিভিন্ন পর্যটকরা প্রতি মৌসুমে বেড়াতে আসবে এবং সরকারও লাভবান হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত