স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমাদের সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই আমরা আদালতের উপর কোনো দিনও হস্তক্ষেপ করিনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে (সার্বক্ষণিক) স্বাভাবিক স্বাস্থ্যসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা এবং সৈয়দা জোহর তাজউদ্দীন মা ও শিশু কার্ড ও স্মার্ট এমসিএইচ সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়ার কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিালক ডাঃ কাজী মোস্তফা সারোয়ার, গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত