চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ সেনাবাহিনীর সিপাহী পদে কর্মরত দুজনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে তাদের থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ওসি সৈয়দুল মোস্তফা।
আটক দুজন হলেন, নেত্রকোণার মো.সিহাব উদ্দিন (৩৮) এবং নাটোরের শফিকুল ইসলাম (২৮)।
ওসি সৈয়দুল মোস্তফা বলেন, তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বাস থেকে তারা মইজ্যারটেক এলাকায় নেমে যান। আমাদের সাদা পোশাকের টিমের সদস্যদের সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশি করলে ইয়াবাগুলো পাওয়া যায়। দুজন চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন।
আটক দুজনকে আইন অনুযায়ী সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত