কক্সবাজারের উখিয়া উপজেলায় শরফুল আউয়ালকে (৩০) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান।
রোববার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলায় রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব।
র্যাব কর্মকর্তা রুহুল বলেন, গোপন সংবাদে কোটবাজার এলাকায় শরফুলের অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে শরফুলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, “নব্য জেএমবির এ সদস্য গত জানুয়ারি মাসে জামিনে বের হয়ে জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার নামে ফেইসবুক ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল।”
শরিফুলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে বলেও র্যাবের এ কর্মকর্তা জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত