চট্টগ্রাম : বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)'র আরবান প্রকল্পের ৩১ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকা এবং পুরাতন অনেক মালামাল আত্মসাতের অভিযোগে স্টোর কিপার মোহাম্মদ নুরুল্লাহ কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩১ ডিসেম্বর) দুদক চট্টগ্রামের সহকারি পরিচালক অজয় কুমার সাহা ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় নুরুল্লাহ কবির স্টোর কিপারের দায়িত্ব পালনকালে ৩১ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকা এবং পুরাতন অনেক মালামাল আত্মসাত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। কুমিল্লার হোমনা এলাকার আবদুল বাতেনের ছেলে নুরুল্লাহ কবিরের বিরুদ্ধে এজাহারে দুদক ও তৎসংশ্লিষ্ট আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে মামলার বাদী অজয় কুমার সাহা জানান, নুরুল্লাহ কবিরের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের পর নিয়ম অনুযায়ী দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার দায়ের করেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত