আল আরাফাত ইসলামিক একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

আল আরাফাত ইসলামিক একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

চট্টগ্রাম : অক্সিজেনস্থ আল আরাফাত ইসলামিক একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরুস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন সম্প্রতি স্থানীয় মাঠ প্রাঙ্গনে একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এইচ.এম. আশরাফ বিন ইয়াকুবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিন, মানবাধিকার নেত্রী মাসুদা বিলকিস, শিক্ষানুরাগী আবু সাদাত মোহাম্মদ সায়েম, আব্দুস শুক্কুর রানা, খতিব মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল্লাহ নেজামি, মাওলানা মকসুদ আহমেদ, মিয়া নগর মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, আবুল কাসেম, মোহাম্মদ আলমগীর, গোলাম মওলা রনী, মোহাম্মদ আকতার, মোহাম্মদ আয়াজ, মোহাম্মদ ইব্রাহীম, মাওলানা মোহাম্মদ দিদার, মোহাম্মদ তারেক, মিয়া নগর জামে মসজিদের খতিব হাফেজ ইসহাক, মোহাম্মদ তারেক প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন জ্ঞানর্জনের মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হবে। সুশিক্ষিত মানুষ ছাড়া জাতি কখনও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে না। আল আরাফাত ইসলামিক একাডেমী এই অঞ্চলের আদর্শ শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজকে আলোকিত করছে। অনুষ্ঠানে বিষয় ভিত্তিক বিজয়ী ছাত্র / ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন