চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। সেখান থেকে বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জামসহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় তাদের গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির এবং অতিরিক্ত উপ-কমিশনার (সিটিটিসি) পলাশ কান্তি নাথের যৌথ নেতৃত্বে এই অভিযান চলছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সিটিটিইউ) পলাশ কান্তি নাথ জানান, শুভপুর বাসস্ট্যান্ডের বিপরীত পাশের বড় মিয়া মসজিদের কাছের ৫ তলাবিশিষ্ট ১২৬ নম্বর ভবনের পাঁচ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক দু’জন হলেন, ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা আশফাকুর রহমান ওরফে আবু মাহের আল বাঙালী ওরফে রাসেল ওরফে সেলেবী তিতুস (২২) ও কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ এলাকার বাসিন্দা রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাউদ্দিন আইয়ুবী ওরফে আবু তাইসীর আল বাঙালী (১৯)। দু’জনই এইচএসসি পাস।
পলাশ কান্তি নাথ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নব্য জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলার টার্গেট নিয়ে তারা চট্টগ্রামে আসেন। সদরঘাট থানায় হামলার টার্গেট নিয়ে তারা মাদারবাড়িতে আস্তানা গড়ে তুলেছিলেন। তবে আমরা হামলার এই পরিকল্পনা ভণ্ডুল করতে পেরেছি।’
তিনি আরো জানান, আস্তানায় সদরঘাট থানায় হামলার পরিকল্পনা-সম্বলিত টার্গেট ওয়ান লেখা একটি মানচিত্র পাওয়া গেছে। এছাড়া ৮টি হ্যান্ড গ্রেনেড, ২টি বোমা, ২টি সুইসাইডাল ভেস্ট, একটি মোবাইল ও একটি ট্যাবও পাওয়া গেছে।
এডিসি এ এ এম হুমায়ুন কবির জানান, ‘কথিত নব্য জেএমবি নেতা ডন তাদের দু’জনকে চট্টগ্রামে পাঠিয়েছেন। তারা কাছের সদরঘাট থানাকে টার্গেট হিসেবে গ্রহণ করেছে।’