[caption id="attachment_17383" align="aligncenter" width="691"]
হাটহাজারীতে বিল্ডিং ম্যাটেরিয়ালস এন্ড ডোরস ও এমআর ফার্ণিচারের যাত্রা শুরু[/caption]
আসলাম পারভেজ : উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১মাইল টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকায় সকল প্রকার উন্নত মানের দেশী ও বিদেশী বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ফার্ণিচার এর সুবিশাল শো-রুম নিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে হাফেজ জিন্নাহ (রহঃ) গ্রুফের মাহাবুব বিল্ডিং ম্যাটেরিয়ালস এন্ড ডোরস ও এমআর ফার্ণিচার।
তিনতলা বিশিষ্ট সুবিশাল জায়গায় অবস্থিত এ ব্যবসা প্রতিষ্ঠান উত্তর চট্টগ্রামের অদ্বিতীয়। শুরুম দুটিতে সকল প্রকার উন্নত মানের দেশী ও বিদেশী যাবতীয় বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ফার্ণিচার অত্যন্ত সূলভ মূল্যে পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক মো. জসিম উদ্দিন মাহাবুব।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বেলা বারোটায় প্রতিষ্ঠান দুটির ফিতা কেটে মাহাবুব বিল্ডিং ম্যাটেরিয়ালস এন্ড ডোরস এর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালকের মা আলহাজ্ব রবিজা খাতুন। একই সময় এমআর ফার্ণিচারের উদ্বোধন করেন ডাঃ আবু তৈয়ব।
[caption id="attachment_17386" align="aligncenter" width="691"] হাটহাজারীতে বিল্ডিং ম্যাটেরিয়ালস এন্ড ডোরস ও এমআর ফার্ণিচারের যাত্রা শুরু[/caption]
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, আজম মেম্বার, ফতেপুর ইউপি সদস্য আলমগীর ভুট্টো, ঢাকা ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক এ কে এম সাজ্জাদ হোসেন, হাফেজ জিন্নাহ (রহঃ)গ্রুফের আলাউদ্দিন মাহবুব, ডাঃ নুর উদ্দিন, নইম উদ্দিন মাহবুব, জাকের হোসেন আশেক, সালাউদ্দিন জিসাদ, ইউসুফসহ পরিবারের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত