গণতন্ত্রের বিজয় দিবসে ওবায়দুল কাদের
‘রাজনৈতিক আত্মহত্যা দিবস’ বিএনপির

দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ব্যাপক শোডাউনের মাধ্য দিয়ে রাজপথসহ সারাদেশের মাঠ ছিল আওয়ামী লীগের দখলে। গণতন্ত্রের বিজয় দিবসের এই দিনটিতে দেশজুড়ে শান্তিপূর্ণভাবে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (৫ জানুয়ারী) বিকাল ৩টায় একযোগে সারাদেশে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ শোভাযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসংখ্য মানুষের ঢল নামে। শোভাযাত্রায় সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ ছাড়া রাজধানীতে দিনভর সতর্ক অবস্থানে থেকে বিজয় উৎসব পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসংখ্য মানুষ। প্রসঙ্গত, চার বছর আগেরে ঝঞ্ঝাবিক্ষুব্ধ ও সহিংসতাময় দিনটিতে ভোটের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তারা দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে। ক্ষমতাসীন দল মনে করে, সেদিন ভোট না হলে দেশে আবার অসাংবিধানিক সরকার চেপে বসত।

বনানী পূজা মাঠে শোভাযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করলেও এটি মূলত দলটির জন্য ‘রাজনৈতিক আত্মহত্যা দিবস’। বিএনপি আবার ভোট বর্জন করলে তাদেরকে দিবসটি আবার পালন করতে হবে। একদিকে জনগণের গণতন্ত্রের বিজয় দিবস, অন্যদিকে সাম্প্রদায়িক শক্তির আত্মহত্যা দিবস। বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে ২০১৪ সালের মতো আবার তা প্রতিহতের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সময়, স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নির্বাচন বিএনপি বা কারো জন্য বসে থাকবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের (বিএনপি) ঠেকানোর সাধ্য থাকলে দেখান। শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আপনাদের প্রতিহত করবে।’

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের ধারায় নৌকা আবার বিজয়ী হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সম্পাদকমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

শেয়ার করুন