ডিপ্লোমা ইন প্রাইমারি কোর্স উদ্বোধনে মংসুইপ্রু চৌধুরী অপু
“প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাগড়াছড়ির পিটিআই ভবন”

শংকর চৌধুরী : খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, পার্বত্যাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত সুভাগ্যবান। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে, নিজ জেলা খাগড়াছড়ির পিটিআই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে পারছে পার্বত্যঞ্চলের শিক্ষক শিক্ষিকারা। যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারতাম না। একটা সময় এই অঞ্চলের শিক্ষকদের অন্য জেলায় গিয়ে অনেক কষ্ট সাধন করে এ টেনিং করতে হতো। তাই পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুশিক্ষায় শিক্ষিত করে এগিয়ে নিতে এই ট্রেনিং সেন্টার উপহার দিয়েছেন জননন্দীত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ জানুয়ারি) খাগড়াছড়িতে প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার (পিটিআই) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারি কোর্স (ডিপিআই) কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মসুচির আনুষ্ঠিানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। প্রশিক্ষণে অংশ নিচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার ১৬০ জন সহকারি শিক্ষক-শিক্ষিকা।

প্রশিক্ষণ হলরুমে পিটিআই’র সুপার মতিলাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, প্রাথমিক শিক্ষাই সকল শিক্ষার ভিত্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে একই দিনে ৩৬ হাজার ১৬৫ টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছিলেন। দেশে সবার জন্য সুশিক্ষা নিশ্চিত করাই ছিলো জাতির জনকের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে কয়েক দফায় ২৬ হাজার ১৯৩ টিরও বেশি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, ট্রেনিং সহকারি সুপার ফরহাদ হোসেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি নুরুল আজম এবং রিসোর্স পারসন আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এসময় পিটিআই’র অডিটরিয়াম, আইসিটিল্যাব, বিশুদ্ধপানিসহ বিরাজমান সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু।