বাংলাদেশ কল্যাণ পার্টির শোক
উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব হাছানের ইন্তেকাল

চট্টগ্রাম : উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব ও রাউজান পৌরসভার সাবেক মেয়র কাজী আব্দুল্লাহ আল হাছান সোমবার (৮ জানুয়ারি) সকাল ৮টায় মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে যান।

বাদে আসর জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ মাঠে ১ম এবং বাদে এশা রাউজানস্থ পশ্চিম গহিরা বায়তুননূর দারুস সুন্নাহ মাদ্রাসা ময়দানে ২য় নামাজে জানাজাশেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর ইন্তেকালে শোক এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য শাহজাদা আলম ও চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, কাজী আবদুল্লাহ আল হাসানের মৃত্যুতে চট্টগ্রাম ও রাউজানের মানুষ গভীরভাবে শোকাহত।

শেয়ার করুন