আবুল হায়াতের জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হলেও বাবার চাকরির সুবাদে চট্টগ্রামে আসার পর আর ফিরে যাওয়া হয়নি জন্মস্থানে। দীর্ঘ অভিনয় জীবনে এবারই প্রথম কলকাতার ছবিতে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা। সম্রাট দাসের চিত্রনাট্য ও পরিচালনায় 'গিন্নী' নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে কলকাতার ইচ্ছাপুরে এই চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে তাকে দেখা যাবে একাকী বৃদ্ধ দীপক বাবুর ভূমিকায়।
ছবিটি নিয়ে আবুল হায়াত বলেন, 'ভীষণ মজার একটি চরিত্র। একা বুড়ো মানুষকে একটা না একটা কিছু নিয়ে তো থাকতে হবে। সেটা নিয়েই এই চলচ্চিত্রের গল্প। পাশাপাশি সম্রাট বেশ প্রতিভাবান পরিচালক। বেশ ভালোলাগা নিয়ে আনন্দের মধ্যে দারুণ একটি কাজ শেষ করলাম।'এছাড়াও আবুল হায়াত এখন অভিনয় করছেন 'যখন কখনও', 'কেট হাউস', 'মিরজাফর', 'হ্যানিম্যান ও পাঁচ বাঁদর' ও 'সোনার শেকল'সহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত