চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট পাচ্ছেন প্রণব মুখার্জি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫১২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা জানিয়েছেন।

তিনি বলেন, সামাজিক অবদান ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডিগ্রির স্মারক তুলে দেওয়া হবে। আগামী ১৬ জানুয়ারি প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন।

একইদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের জন্মস্থান রাউজানে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন প্রণব মুখার্জি। চবির পক্ষ থেকে দেয়া সংবর্ধনায় তিনি চবির শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এ সময় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেওয়া হবে।

ওইদিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

এদিকে প্রণব মুখার্জির আগমন উপলক্ষে চবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিটন মিত্র।

ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে বাঙালি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় গত বছরের জুলাইয়ে।

শেয়ার করুন