ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৩

যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে প্রায় ১৬৩ জন। খবর বিবিসি’র।

বুধবার (১০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অন্তত ২০ জন দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজনের অবস্থা গুরুতর। এখনও রোমারো ক্যানিয়নে আটকা পড়ে আছে ৩০০ মানুষ।

গত মাসে দাবানলের কারণে হওয়ায় অনেক এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও ভূমিধস হয়েছে। মূল উপকূলে ৪৮ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে আছে।

জরুরি বিভাগ থেকে জানানো হয়, অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাজার হাজার মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে আসছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে।

পুলিশ জানায়, ‘জায়গাটি এখন বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ এর মতো দেখাচ্ছে।’

যেখানে উদ্ধারকাজ চালানো সম্ভব নয় সেখানেই বাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মকর্তারা।

শেয়ার করুন