ইউটিউব চ্যানেলে হাবিব-ফুয়াদের ‘চলো না’

প্রকাশ হলো ‘চলো না’র মিউজিক ভিডিও। জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের বহুপ্রতিক্ষীত ‘চলো না’র মিউজিক ভিডিও দেখা যাবে গানচিলের ইউটিউব চ্যানেলে। শ্রীলংকার কলম্বো ও গলেতে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর আর কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানে হাবিবের পাশাপাশি মডেল হিসেবে শার্লিনাকে দেখা যাবে। জানা গেছে, ব্যয়বহুল এই মিউজিক ভিডিও তৈরিতে খরচ হচ্ছে প্রায় ১৫ লাখ টাকা।

মিউজিক ভিডিও নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘দারুণ একটা গল্প নিয়ে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। বেড়াতে গিয়ে দু’জন তরুণ-তরুণীর পরিচয় এবং প্রেম প্রণয়ের গল্পকে খানিকটা ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। এমন গল্প আমার অন্য কোনো মিউজিক ভিডিওতে খুঁজে পাওয়া যাবে না। তাই এটি অনেকের ভালো লাগবে বলে আশা করছি।’

শুক্রবার (১২ জানুয়ারি) গানচিলের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে বেশ সাড়াও ফেলেছে গানটি।

শেয়ার করুন