শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর অন্তর্বাস থেকে দুই কোটি টাকা মূল্যের সাড়ে ৪ কেজি স্বর্ণসহ ওই যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্রেফতারকৃত যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। পরে স্বর্ণগুলো জব্দ করা হয়েছে। স্বর্ণ চোরাচালানের দায়ে বিমান বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আনোয়ার হোসেন সোমবার (১৫ জানুয়ারী) রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে বিমানবন্দরে নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণ থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।

পরে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার অন্তর্বাসের ভেতরে কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৩টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ২৮৬ গ্রাম। এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃত যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান মহাপরিচালক ড.মইনুল খান।

শেয়ার করুন