
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর প্রথম সমাবর্তন আগামী ১১ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি ও এ বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর এডভোকেট মোঃ আবদুল হামিদ প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।
সমাবর্তনে “সমাবর্তন বক্তা” হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. এ. কে. আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (নম্বর-০১৮১৯-৩৩৬১৪২, ০১৭৩৮-২০৩২০৯) ও ওয়েবসাইট www.cvasu.ac.bd এর মাধ্যমে জানা যাবে। ই-মেইল : ictcellcvasu@gmail.com, registrarcvasu@gmail.com