চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় বাস চাপায় মো.মহিউদ্দিন (৩০) নামে এক সিএনজি চালিত অটো টেক্সি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই টেক্সির যাত্রী নাজিম উদ্দিন(৫০)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
নিহত মহিউদ্দিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ভাসানচর গ্রামের হাজী ওমর আলী বেপারি বাড়ির সাফাজল বেপারির ছেলে। তিনি নগরীর হালিশহরের আব্বাস পাড়া এলাকা ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালের নায়েক শীলব্রত দাস জানান, বৃহস্পতিবার ভোরে নগরীর শেরশাহ এলাকায় সিটি বাস সার্ভিসের একটি বাসের সঙ্গে সিএনজি চালিত অটো রিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সিটি দুমড়ে মুচড়ে যায়।
সকাল সাড়ে ৮টায় আশঙ্কাজনক অবস্থায় মহিউদ্দিন ও নাজিমকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। নাজিমের অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে নিয়ে গেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত