জুয়ার প্যান্ডেলে আগুন, ১ জনের কারাদন্ড

গাজীপুরের রাজেন্দ্রপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক জুয়াড়ি আটকের পরে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে এ অভিযান চালানো হয়।

দন্ডিত আজিজুর রহমান (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী এলাকার হোসেন আলীর ছেলে।

অভিযানে গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ খুদা’র নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া, ইসতিয়াক আহমেদ, জোবের আলম ও কাউছার আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিএম কুদরত-এ খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ব্যাটালিয়ন আনসার সদস্যদের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার মালামালসহ প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।

আজিজুল ইসলাম নামে এক জুয়াড়িকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান বিএম কুদরত-এ খুদা।

এর আগেও ওই এলাকায় জুয়ার আসরটিতে দুইবার অভিযান চালিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং গুড়িয়ে দেওয়া হয়। তবে জুয়ার আসরটি পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা পালিয়ে গেছে বলে জানান কুদরত-এ-খুদা।