আজ হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল, দস্তারবন্দী সম্মেলন

শুক্রবার (১৯ জানুয়ারি) ফজর নামাযের পর থেকে দেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন।

এতে দেশের সর্বস্তরের তৌহিদী জনতার উপস্থিতি কামনা করেছেন পথহারা জাতির রাহবার শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক পরিবর্তন ছাড়া মানুষ কখনো পূর্ণাঙ্গ দ্বীনদার হতে পারে না। সুতরাং আগামীকালের (শুক্রবার) মাহফিলে উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা শুনে আমলের মাধ্যমে আখিরাতের পাথেয় সংগ্রহ করুন।

মাহফিলে উপস্থিত থাকবেন, আযাদী আন্দোলনে প্রাণপুরুষ শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ. এর ছাহেবযাদা আল্লামা সৈয়দ আসজাদ মাদানীসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

উল্লেখ্য যে, হাটহাজারী মাদরাসা ১২০ বছর অবধি জ্ঞানের আলো বিতরণ করে আসছে। যা মূলত প্রজ্বলিত আলোর মশাল। হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীরা বাংলাদেশসহ বহির্বিশ্বের অনেক দেশে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। প্রতি বছর হাজার হাজার ছাত্র আলেম হয়ে দেশ জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এর ক্রমধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন