আনোয়ারায় সিইউএফএল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২০ জানুয়ারি) বেলা ২টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস। কলেজের অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিইউএফএল মহিলা ক্লাবের সভানেত্রী মুনমুন সরকার,সিইউএফএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি মো.নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.আলম মজুমদার।
প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ বলেন, উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে গত বছর থেকে এই স্কুলে সিইউএফএল কারখানার এমপ্লয়দের সন্তান-সন্ততির পাশাপাশি আসন থাকা সাপেক্ষে এলাকার সন্তানরাও লেখাপড়ার সুযোগ-সুবিধা পাচ্ছে।