নতুন এ্যাম্বুলেন্স উদ্বোধনী অনুষ্ঠানে নজিবুল বশর মাইজভান্ডারী
যেসব ডাক্তার প্রেষণে অন্যত্র চাকুরী করছেন, তাদের পদ শুন্য করে নতুন ডাক্তার নিয়োগ

ফিতা কেটে এম্বুলেন্স উদ্বোধন করছেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।

ফটিকছড়িতে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ১৪ দলীয় জোট নেতা ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যায় উন্নীত স্বাস্থ্য কপ্লেক্সের এম্বুলেন্স উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সখাওয়াত উল্লাহ, ইউপি চেয়ারম্যান এসএম সোলাইকমান, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বসহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীহ নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির এক সভা সংসদ সদস্য ও কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান এসএম সোলায়মান, রশিদ উদ্দীন চৌধুরী কাতেব, মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অতনু চৌধুরী, ২০ শয্যা হাসপাতালের আরএমও, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলর ফিরোজা বেগম প্রমূখ।

সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। যে সকল ডাক্তার প্রেষণে অন্যত্র চাকুরী করছে; তাদের প্রেষণ বাতিল করে ফেরৎ দিতে হবে, অন্যথায় তাদের পদ শুন্য করে নতুন ডাক্তার নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। কমিউনিটি ক্লিনিক গুলো সকাল ৯-৫টা খোলা রাখার বিষয়টি নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন