গাজীপুরের শ্রীপুর বাজারে প্রহরিদের হাত-পা বেঁধে রেখে এক স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলা বাজারের অন্তি অরুন সেন শিল্পালয়ে এ ঘটনা ঘটে।
ওই বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরি আব্দুল খালেক ও আলাল উদ্দিন বলেন, শ্রীপুর মধ্য বাজারের পশু হাসপাতাল সড়কের দু’পাশ থেকে চারজন করে আটজন লোক এসে মুহূর্তের মধ্যে আমাদের রাম দা দেখিয়ে জিম্মি করে ফেলে। পরে হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশের তেঁতুল গাছের নিচে ফেলে রাখে।
এসময় প্রহরিদের বাঁশি ও লাঠি নিয়ে ডাকাতরা প্রহরির কাজ শুরু করে। এদিকে, ডাকাতদের আরও কমপক্ষে ১৫জন সহযোগী তালা ভেঙে স্বর্ণের দোকানে ঢুকে। রাত ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ডাকাতি করে।
শিল্পালয়ের মালিক দীপক সেনের ভাই সজীব সেন জানান, ডাকাতরা এসময় দোকানের তিনটি সিন্দুক ভেঙে সব ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। ভোরে প্রহরিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যায়। এর খবর পেয়ে দোকান মালিক দীপন অসুস্থ হয়ে পড়েন।
শ্রীপুর থানার এসআই মফিজুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রহরি ও অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত