
শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে রাজধানীর বনানী ও বছিলা এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২১ জানুয়ারি) রাতে ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে আটটায় শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনকে এক লাখ ত্রিশ হাজার টাকাসহ গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার সঙ্গে যোগাযোগের সূত্রধরে বছিলা এলাকা থেকে মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে, লেকহেড স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গুলশান এলাকা হতে গ্রেফতার করার কথাও নিশ্চিত করেছেন এসি সুমন কান্তি চৌধুরী।