শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ

শিগগিরই প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে চলতি মাসেই এ নিয়োগ সম্পন্ন হতে পারে। প্রধান বিচারপতির শূন্যপদে নিয়োগের নির্দেশনা চেয়ে রিট আবেদনের শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়, সুপ্রিমকোর্টসহ সরকারের একাধিক সূত্রে এ তথ্য জানিয়েছে।

প্রধান বিচারপতির পদটি শূন্য রয়েছে দুই মাস সাত দিন ধরে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ছুটিতে থাকাবস্থায় সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে ১০ নভেম্বর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। ১৪ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ পদত্যাগপত্রটি গ্রহণ করেন। এর আগে সিনহার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল এসকে সিনহার। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ৮১ দিন আগেই তিনি পদত্যাগ করেন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

শেয়ার করুন