ঢাকা: র্যাবের অভিযানে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি প্রধান আশফাক-ই আজমসহ চার জেএমবি জঙ্গিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (০১ ফেব্রুয়ারি) ভোররাত থেকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশে অবস্থিত বাসাটির চারপাশ ঘিরে ফেলে র্যাব। পরে ভোরের আলো ফোটার আগেই চার জঙ্গিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জঙ্গি অভিযান স্থলে সাংবাদিকদের বলেন, জঙ্গিরা যে হারিয়ে যায়নি সেটা জানান দিতেই তাদের এ অবস্থান। বিস্ফোরক তৈরির যে ধরনের সরঞ্জাম আমরা দেখতে পেয়েছি সেগুলো সাধারণত নাশকতায় ব্যবহার হয়ে থাকে।