ল্যাঙ্গার রিসার্চ অ্যাসোসিয়েটস জনমত জরিপ
অর্ধেক মার্কিনি মনে করেন ট্রাম্প মানসিকভাবে অসুস্থ

বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম মানসিকভাবে অসুস্থ_এমনটাই মনে করে দেশটির প্রায় অর্ধেক মার্কিনী। তদের মতে, প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করার মতো অবস্থায় নেই ট্রাম্প।

ল্যাঙ্গার রিসার্চ অ্যাসোসিয়েটস পরিচালিত নতুন এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জরিপে প্রশ্ন রাখা হয়েছিল- প্রেসিডেন্ট ট্রাম্প মানসিকভাবে সুস্থ কিনা? জরিপে অংশ নেয়া লোকজনের ৪৮ শতাংশই ইতিবাচক বলেছেন; আর ৪৭ শতাংশ বলেছেন ‘না’।

তবে ৫৮ শতাংশ মানুষ ট্রাম্পের দায়িত্ব পালনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেননি। মাত্র ৩৬ শতাংশ নাগরিক জানিয়েছেন তারা ট্রাম্পের কাজে সন্তুষ্ট।

জরিপের ফলে দেখা যাচ্ছে- বেশিরভাগ নারীই প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনায় মুখর। মাত্র ২৯ শতাংশ নারী ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট, আর ৫৫ শতাংশ নারী ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে সন্দিহান।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর মাইকেল উলফের লেখা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্যা ট্রাম্প হোয়াইট হাউস’ প্রকাশের পর যখন ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন এই জনমত জরিপের ফল প্রকাশ করা হল।

এ বইয়ে অন্যান্য বিষয়ের মধ্যে যেটি বিশেষ গুরুত্ব পেয়েছে তা হচ্ছে- মার্কিন শীর্ষ কর্মকর্তাদের অনেকেই মনে করেন জাতিকে নেতৃত্ব দেয়ার মতো সুস্থতা ট্রাম্পের নেই।