আতিকুর রহমান : গাজীপুরে ইসলামিক ফাউন্ডেশনের সরকারী যাকাত ফান্ড থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে (২লাখ ৮৬হাজার ৮শ টাকার যাকাত সামগ্রী) সেলাই মেশিন, চিকিৎসা সাহায্য, গবাদী পশুপালন, শিক্ষাবৃত্তি, ক্ষুদ্র ব্যবসা সহায়তা ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ এর শেষ দিন (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সরকারী যাকাত ফান্ড থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম।
সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুরের পলিশ সুপার মোহাম্দ হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মহিউদ্দিন ও সহকারী পরিচালক গাজী আনোয়ারুল হক, গাজীপুর জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আক্তার হোসেন গাজীপুরীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত