চট্টগ্রাম আদালতে ভাঙচুর, ৯ আইনজীবীকে শোকজ

চট্টগ্রাম আদালতের এজলাসে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ বার কাউন্সিল ৯ আইনজীবীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।

সম্প্রতি এক আসামিকে জামিন না দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতের এজলাসে ভাঙচুর করেন এই আইনজীবীরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) বার কাউন্সিলের কর্মকর্তা আফজালুর রহমান খান স্বাক্ষরিত নোটিশে ৯ আইনজীবীকে আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

নয় আইনজীবী হলেন-অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস মুক্তা, শাকিল আহমেদ, চন্দন বিশ্বাস, এআই খান, প্রদীপ দাস, শিবলী, আবদুল আওয়াল, মাসুদ পারভেজ ও মুক্তাদির হোসেন।

শেয়ার করুন