গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীতে বীর বাহাদুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অফ সিএইচটি

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ছবি : প্রতিনিধি

শংকর চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অফ সিএইচটি আখ্যায়িত করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্যাঞ্চল দেশের বোঝা নয়-পার্বত্যাঞ্চল দেশের সম্পদ।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের অর্থ-সম্পদ বেশি কিছু নেই, আমাদের একমাত্র সম্পদ আমাদের ছেলে-মেয়েরা। এই অঞ্চলে বসবাসরত ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে, মানুষের মত মানুষ করে গড়ে তোলার জন্যে আমাদের অভিবাবক হিসেবে কাজ করছে আজকের জনন্দিত নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীর বাহাদুর বলেন, বর্তমান সরকারই প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় বই দিচ্ছে। মেয়েদের বিত্তি উপবিত্ত দিয়ে ডিগ্রী প্রর্যন্ত পড়ার সুযোগ ছাড়াও পাহাড়ে একটি বাড়ী একটি খামার প্রকল্পসহ আরো অনেক কিছু দিয়েছেন।

আজকের ছাত্রদের ভবিষতে এদেশের সম্পদে রূপান্তরিত করতে সকল অভিভাবকদের আরো সচেতন হয়ে ছেলে-মেয়ের প্রতি আরো যত্মবান হওয়ার অনুরোধ জানিয়ে প্রধান অতিথির বক্তবে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- অাপনারা আমাদের সমাজ, সুমানুষ করে গড়ে তোলার কারিগর, আপনারা অফুরন্ত জ্ঞানের ভান্ডার। আমাদের ছেলে- মেয়েরা স্কুলে গেলে বই খুলে পড়া দাগিয়ে দিয়ে, বাড়ী থেকে শিখে আসতে বলবেন না। বাহিরে কোচিং করার নামে তাদের কাছ থেকে আজ ১-২ হাজার টাকা নিচ্ছেন। কাল তারাই আপনাদের ছেলেদের কাছ থেকে তার তিনগুণ নিবেন।

আজকের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানিয়ে স্কুলের জন্যে একটি আধুনিক মানের অডিটরিয়াম ভবন নির্মানসহ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর করার জন্য নগদ ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষনা দেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,গুইমারা রিজিয়ন কমান্ডারব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্র“ মারমা, পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, হাছফড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো প্রমূখ।

এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালীতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সোলস্ধসঢ়; এর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।