চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন অপরাধে সাত লাইটারেজ জাহাজকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) জরিমানা করার পাশাপাশি তিনটি জাহাজের কাছ থেকে বকেয়া তিন লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা আদায় করেছে।
রোকেয়া পারভীন বলেন, চ্যানেলে নিরাপত্তা সরঞ্জাম না থাকা, মাস্টার ছাড়া জাহাজ চালানো, বড় জাহাজ চলাচলের সময় প্রতিবন্ধকতা সৃষ্টি, বে ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় এমভি রাকিব চৌধুরী, এমভি জীবন আরাফাত, এমভি আনছারী-০২, এমভি বিবি-১১৪৪, এমভি রিয়া আঁচল, এমভি ইব্রাহীম খলিল-০১ ও এমভি বর্ষণ-০৪ এই সাত জাহাজকে জরিমানা করা হয়।
এছাড়া এমভি ইব্রাহীম খলিল-০১, এমভি বর্ষণ-০৪ ও এমভি এস আলম নামক তিন লাইটারেজ থেকে বকেয়া বাবদ তিন লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা আদায় করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত